chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফলমন্ডি ব্যবসায়ীদের সাথে সিএমপি ট্রাফিক-দক্ষিণের সভা অনুষ্ঠিত

নগরীর বিআরটিসি সংলগ্ন বৃহত্তম পাইকারী ও মৌসুমী ফল সরবরাহের একমাত্র বাজার ফলমন্ডি ব্যবসায়ী সমিতির সাথে সচেতনতামুলক সভায় মিলিত হয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগ।

আজ ১ জুন বৃহস্পতিবার বেলা ১২টায় সমিতির কার্যালয়ে সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা বিষয়ক সচেতনতা সভাটি অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে ও ট্রাফিক-দক্ষিণ বিভাগের টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) আকরামুল হাসান ও সহকারী কমিশনার (এসি) মাসুদ রানা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম ফলমন্ডি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল আলম, সাংগঠনিক নাছির উদ্দীন, টিআই (কোতোয়ালি) মোঃ জিয়াউল হাসান ও টিআই (সদরঘাট) মোঃ জহুরুল ইসলাম সরকার।

ফলমন্ডি ব্যবসায়ী সমিতি ও পরিবহন মালিক সমিতির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) এন.এম নাসিরুদ্দিন বলেন, মহানগরীসহ সমগ্র চট্টগ্রাম জেলার পাশাপাশি আশপাশের জেলাগুলোর মৌসুমী ফল-আম, লিচু, কাঠাঁল, আনারস, কলা, তালসহ অন্যান্য দেশীয় ফল ও বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত আপেল, কমলা, মাল্টা, আঙ্গুর, আনার ও খেজুরসহ হরেক রকমের ফল সরবরাহের একমাত্র বৃহত্তম পাইকারী আড়ত ফলমন্ডি বাজার।

এই বাজারকে কেন্দ্র করে প্রতিদিন শত শত ট্রাক ফল সরবরাহের কাজে নিয়োজিত থাকে। পাশাপাশি এখান থেকে পিকআপ ও ভ্যানে করে বিভিন্ন মার্কেটে পাইকারী দামে ফল সরবরাহ করা হয়।

প্রায় ৩’শতাধিক দোকানে প্রতিদিন দেশী-বিদেশী ফল বেচা-কেনা ও শত গাড়ি লোডিং-আনলোডিংয়ের জন্য ফলমন্ডির মুখে শত শত গাড়ি দাঁড়িয়ে থাকার কারণে দীর্ঘসময় ধরে যানজট সৃষ্টি হয়।

নিত্য যানজট নিরসনে পুলিশের পাশাপাশি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা আন্তরিক হলে সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা নিশ্চিত হবে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর