chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবি ছাত্রীর আত্মহত্যা

ভাইয়ের সাথে রাগ করে তেলাপোকার বিষ খেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী আত্মহত্যা করেছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনির বিপরীত পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, আত্মহত্যাকারী ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাছাড়া বড় ভাই একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিনছড়িতে। পড়ালেখার সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনির বিপরীত পাশের একটি বাড়িতে মায়ের সাথে বসবাস করতেন তারা।

জানা গেছে, ঘটনার দিন বিকেলে বড় ভাইয়ের সাথে রাগ করে ঘরে থাকা তেলাপোকা মারার ঔষধ খেয়ে নেন তিনি। এরপর পরিবারের সদস্যরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার বলেন, বড় ভাইয়ের সাথে রাগ করে মেয়েটি তেলাপোকার বিষ খেয়ে নেয় বলে শুনেছি। পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি এখন পুলিশের অধীন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আত্মহননকারীর ছোট ভাই সুমন ত্রিপুরা বলেন, এটা আমাদের পারিবারিক ব্যাপার। এটা নিয়ে আপনারা বাড়াবাড়ি করবেন না। এটা বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

চখ/ জুইম

এই বিভাগের আরও খবর