chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৭ জুয়াড়ি আটক

চট্টগ্রাম নগরীতে দিভর অভিযান পরিচালনা করে জুয়া খেলা সরঞ্জাম ও নগদ লক্ষাধিক টাকাসহ ৭ জুয়াড়িকে আটক করেছে বন্দর থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ তাদেরকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন, আব্দুল কাশেম, মো. নজরুল ইসলাম, মো. জাফর আহম্মদ, মো. সিরাজুল ইসলাম, মো. এনামুল হক, মো. সোহেল মাহমুদ ও মো. আরমান।

বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করে বন্দর থানার অফিসার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, গোপন সোর্সের খবরে পৃথক অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে জুয়ার বোর্ডে বাজি রাখা এক লক্ষ ১৭ হাজার টাকা এবং জুয়া খেলার বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করা করে আদালতে পাঠানো হয়েছে জানায় ওসি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর