chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করল বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট

জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে চট্টগ্রামের বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট।

আজ বুধবার (২৪ মে) দুপুর থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক সরবরাহ শুরু করে প্ল্যান্টটির ১ নম্বর ইউনিট।

এসএস পাওয়ার প্ল্যান্টের উপপ্রকল্প পরিচালক প্রকৌশলী মো. ফয়জুর রহমান জানান, আজ বেলা ২টায় বিদ্যুৎকেন্দ্রটি ১ মেগাওয়াট দিয়ে সরবরাহ শুরু করে। বিকাল সাড়ে ৩টা নাগাদ তা ১০০ মেগাওয়াটে উন্নীত করা হয়।

এই কেন্দ্র থেকে রাতে পিক আওয়ারে সর্বোচ্চ ২০০ মেগওয়াট বিদ্যুৎ নেবে জাতীয় গ্রিড সঞ্চালন কর্তৃপক্ষ তথা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ- পিজিসিবি। যদিও ১ নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে সক্ষম এসএস পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষ।

১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন ক্ষমতা সম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্রটি নির্মাণ করেছে এস. আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস এস পাওয়ার লিমিটেড। এর সাথে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে চায়না প্রতিষ্ঠান সেপকো এবং এইচটিজি।

২০১৬ সালে বিদ্যুতকেন্দ্রটি যৌথভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। গত ১৪ জানুয়ারি এসএস পাওয়ার প্ল্যান্ট জাতীয় গ্রিডের ৪০০ কেভি সঞ্চালন লাইনের সঙ্গে যুক্ত হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর