chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিস্ফোরক মামলায় যুবদলের ৬ নেতাকর্মীকে কারাগারে পাঠালো : আদালত

চট্টগ্রামে বিস্ফোরক আইনে মামলায় যুবদলের ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠালো আদালত।

গতকাল রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেসার আদালত এ আদেশ দেন।

কারাগারে যাওয়া ছয়জন হলেন- বশিরুল ইসলাম ওরফে পলাশ, নুরুল হুদা বাবু, সোহেল ওরফে বাঘা, মো. ইমাম, সবুর রফিক ও মো. তামিম।

চট্টগ্রাম মহানগর পিপি আবদুর রশিদ বলেন, নগরের বন্দর থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এজাহারভুক্ত ছয় আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, গত ২ এপ্রিল বন্দর থানার পোর্ট কানেকটিং সড়কে একটি মিছিল থেকে তাণ্ডব চালান বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। এ ঘটনায় পরদিন ৩ এপ্রিল ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩০-৪০ জনের বিরুদ্ধে বন্দর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর