chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম থেকে মদিনার ফ্লাইট আগামীকাল

চট্টগ্রাম থেকে মদিনার প্রথম ফ্লাইট শুরু আগামীকাল। প্রথম দিন মদিনার উদ্দেশ্য রওনা হবেন ৪১৯ জন হজ যাত্রী।

বিষয়টি চট্টলার খবরকে নিশ্চিত করেছেন শাহ আমানত হজ্ব কাফেলার এমডি মোহাম্মদ ইয়াছিন। তিনি বলেন, চলতি বছর ১০ হাজারের অধিক হজ যাত্রী আবেদন করেছেন। ৮০ শতাংশ যাত্রীর চমেক হাসপাতালে টিকা নেওয়া শেষ হয়েছে। আগামীকাল ভোর ৫ টায় ফ্রাইট মদিনার উদ্দেশ্য রওনা হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হবে।

হজ মৌসুমে চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের ২২টি ডেডিকেটেড ফ্লাইট মদিনা ও জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এসব ফ্লাইটে ১০ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করা হবে।

তিনি আরও বলেন, এবার হজ যাত্রীদের টিকাদান শুরু হয় চলতি মাসের ৭ মে। কোভিড টিকা, মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা সরকারিভাবে দেওয়া দেওয়া হয়েছে এবার।

 

 

 

এই বিভাগের আরও খবর