chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লোহাগাড়ায় এক রাতে দু’পরিবারের ৪ গরু চুরি

গরু চুরির হিড়িক-

লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে ৪টি গরু চুরি হয়েছে।

গত ২০ মে দিবাগত গভীর রাতে গরুগুলো চুরি হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু কোম্পানী। চুরি হওয়া গরুর মালিকেরা হলেন যথাক্রমে ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ বাগান পাড়ার মনু সওদাগর। বৃহদাকারের ২ টি ষাঁড় চোরেরা গোয়াল ঘরের দরজা ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে। তাঁর ষাঁড় ২ টির মূল্য আনুমাণিক ৩ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন। অপরজন হলেন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ হাজীর পাড়ার শাহ আলম মেম্বার। তাঁর বাছুরসহ বৃহদাকারের উন্নজাতের একটি গাভী চুরি করে নিয়ে গেছে। বাছুরসহ গাভীটির মূল্য আনুমাণিক ১ লক্ষ ৮০ হাজার টাকা হবে বলে গরুর মালিক জানিয়ছেন।

গরুর মালিকেরা জানান, উল্লেখিত রাতের যে কোন এক সময় চোরেরা গোয়াল ঘরের দরজা ভেঙ্গে গরুগুলো চুরি করে নিয়ে গেছে। স্থানীয়দের প্রশ্ন, রাতে টহলদানকারী পুলিশের কড়া নজরদারি থাকলে সহজে গরু চোরেরা গরুভর্তি গাড়ি নিয়ে যাতায়াত করতে পারতোনা। তাঁরা আরো বলেন, রাত্রে টহলদানকারী পুলিশের কড়া নজরদারি থাকলে গরু চোরেরা যানবাহন নিয়ে এলাকায় যাতায়াত করতে বাধাঁগ্রস্ত হত। তাই এ ব্যাপারে এলাকাবাসী পুলিশ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর