chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিরোধের জেরে চাচাতো বোনকে হত্যা ভাইসহ গ্রেফতার ৩

চট্টগ্রামের আনোয়ারায় ফাতেমা বেগম (৪৫) হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২০ মে) রাতে নগরীর বন্দর থানার ঈশান মিস্ত্রীর হাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার বৈরাগ ইউনিয়নের বাসিন্দা রেজাউল করিম (৩৫), নাসিমা আকতার (৩৪) এবং ছখিনা খাতুন (৫০)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, ‘ফাতেমা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাই রেজাউলের বিরোধ চলে আসছিল। গত ১৭ মে বিকালে কলাগাছের পাতা কাটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রেজাউল, তার স্ত্রী ও শাশুড়িসহ আরও ৩-৪ জন মিলে লোহার রড এবং লাঠি নিয়ে ফাতেমা বেগমের উপর হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তিনি মারা যান।’

‘এ ঘটনায় ভিকটিমের ভাই মোহাম্মদ আমিন বাদী হয়ে ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ ধারায় আনোয়ারা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর আসামিরা গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।’

চখ/জুইম

এই বিভাগের আরও খবর