chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এক সপ্তাহে সৌদিতে সাড়ে ১১ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার

সৌদি আরবে ১১ হাজরের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে এক সপ্তাহের অভিযানে আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অভিবাসীদের গ্রেপ্তারের এই তথ্য জানানো হয়েছে। খবর গলফ নিউজের

এতে বলা হয়েছে, গত ৪ থেকে ১০ মে দেশজুড়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এক সপ্তাহের এই অভিযানে সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী প্রায় ১১ হাজার ৫৪৯ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৬ হাজার ৩৪৪ জন, নিরাপত্তা আইনে ৩ হাজার ৭৪১ জন এবং শ্রম আইন লঙ্ঘন করায় আরও এক হাজার ৪৬৪ জনকে গ্রেপ্তার করা হয়।

প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরব। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন।

সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারের খবর প্রকাশ করছে।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর