chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সৈকতে সেলফি, প্রধানমন্ত্রীর ফোন

ঘূর্ণিঝড়ের কারণে জারি করা মহাবিপদ সংকেতের মধ্যেও সমুদ্র সৈকতে গিয়ে মানুষের সেলফি তোলায় উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষজনকে সৈকত থেকে সরিয়ে নিতে নিজে ফোন পাওয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

রোববার (১৪ মে) ঘূর্ণিঝড় বিষয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নিজেই এ তথ্য জানান।

এনামুর রহমান বলেন, মহাবিপদ সংকেত দেওয়ার পরে বিচ খালির পাশাপাশি সব ট্যুরিস্ট কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও কিছু মানুষ সৈকতে যাতায়াত করার খবর পাওয়া যায়। পরে বিজিবি, ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশসহ সংশ্লিষ্টদের মাধ্যমে তাদের হোটেলে ফিরিয়ে নেওয়া হয়।

তিনি বলেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীও শনিবার (১৩ মে) রাত সাড়ে ৯টায় আমাকে ফোন দিয়েছিলেন। তিনি (প্রধানমন্ত্রী) আমাকে বলেছেন, এখনও বিচে মানুষ সেলফি তুলছে, আনন্দ করছে। এটাকে তোমরা নিয়ন্ত্রণ করো। পরে ডিসির সঙ্গে কথা বলার পরে বিজিবি বিচ খালি করেছে।

এনামুর রহমান বলেন, সরকার চুপ করে থাকে না, পদক্ষেপ নিয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী এটা দেখে আমাদের নির্দেশনা দিয়েছেন।

নচ/চখ

এই বিভাগের আরও খবর