chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রামে প্রস্তুত ২৮৪টি মেডিকেল টিম

চট্টগ্রামে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় ২৮৪টি মেডিকেল টিম গঠন করছে চট্টগ্রাম জেলা সিভিল কার্যালয়।

শনিবার (১৩ মে) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।

তিনি বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। জেলার ১৫টি উপজেলার ২০০টি ইউনিয়নের প্রতিটিতে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

এ ছাড়া ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটিতে পাঁচটি করে ৭০টি, সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ৯টি আরবান ডিসপেনসারিতে ৯টি এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫টিসহ মোট ২৮৪টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে, চট্টগ্রাম জেলা স্বাস্থ্য বিভাগের সব চিকিৎসকসহ সংশ্লিষ্টদের ছুটি বাতিল করা হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর