chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনার বৈশ্বিক জরুরি অবস্থার অবসান ঘোষণা

করোনাভাইরাসের বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার (৫ মে) ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানম ঘেব্রেয়াসুস এ ঘোষণা দিয়েছেন।

ডব্লিউএইচও তাদের সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারির তিন বছরের মাথায় এসে এ ঘোষণা দিলো।

ডব্লিউএইচওর প্রধান বলেন, করোনা মহামারিতে বিশ্বে অন্তত ৭০ লাখ মানুষের প্রাণহানি হয়েছে। তবে মহামারিতে মৃত্যুর প্রকৃত সংখ্যাটা দুই কোটির কাছাকাছি বলেই মনে করেন তিনি।

তিনি আরও বলেছেন, করোনাভাইরাস এখনো উল্লেখযোগ্য একটি ঝুঁকি হিসেবে রয়ে গেছে।

ঘেব্রেয়াসুস বলেন, ‘আশাবাদের সঙ্গে আমি ঘোষণা করছি যে, একটি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে কোভিড–১৯–এর ইতি ঘটেছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর