chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কক্সবাজার সীমানা দিয়ে আসছে মিয়ানমারের গরু

কক্সবাজার বান্দরবান মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে আসছে গরু। মিয়ানমার থেকে আসা এসব গরুর দাম স্থানীয় গরুর দামের চেয়ে কম। দুই ঈদের আগে অবৈধভাবে সীমান্ত দিয়ে গরু আসায় ন্যায্য মূল্য পাচ্ছে না দেশীয় খামারিরা।

মিয়ানমার থেকে গরু আসা বন্ধ করতে খামারিদের মালিকানার প্রত্যয়নপত্র দিচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে, টাকার বিনিময়ে ওই প্রত্যয়নপত্র দেয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

কোরবানির ঈদকে সামনে রেখে কক্সবাজার-বান্দরনেবার মিয়ানমার সীমান্ত দিয়ে চোরাইপথে আসছে গরু। সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের অভিযানে জব্দ হয়েছে শতাধিক গরু। মিয়ানমার থেকে আসা এসব গরু দামে কম হওয়ায় দেশীয় গরুর খামারিরা পড়ছে লোকসানে।

খামারিদের হয়রানি বন্ধে প্রত্যয়নপত্র দেয়া হচ্ছে বলে জানান কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছালেহ আহমদ। তবে প্রত্যয়নপত্রের জন্য টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সুফিয়ান জানান, মিয়ানমারের গরু খামারে রাখলে তার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের পাশাপাশি স্থানীয় খামারিদের ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জানান, চোরাচালান রোধে প্রশাসন সজাগ রয়েছে।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর