chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এসএসসি’র দ্বিতীয় দিনে চট্টগ্রামে অনুপস্থিত ১৬১২ শিক্ষার্থী

সারাদেশের ন্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষায় অংশ নেয়নি ১ হাজার ৬১২ জন শিক্ষার্থী। অনুপস্থিত শিক্ষার্থীর ১০ শতাংশ। এবার এ জেলা থেকে মোট ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

মঙ্গলবার (২ মে ) সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয় পরীক্ষা। শেষ হয় দুপুর একটায়। পরীক্ষা শেষে দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ উপস্থিত শিক্ষার্থীদের তথ্যের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে

জানা গেছে, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার ২১৬ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার ১২৭ টি কেন্দ্রের মধ্যে মোট শিক্ষার্থী ৯৯ হাজার ৬৭৩ জন। এর মধ্যে অংশ নিয়েছেন ৯৮ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮৮ জন। কক্সবাজার জেলার ৩০ টি কেন্দ্রের মধ্যে ছিলেন ২১ হাজার ৬৮৬ জন। পরীক্ষায় দিয়েছেন ২১ হাজার ৪০৯ জন। পরীক্ষায় অংশ নেননি ২৭৭ জন। রাঙামাটি জেলার ২১ টি কেন্দ্রের মধ্যে পরীক্ষার্থী ছিলেন ৭ হাজার ২৪৯ জন। পরীক্ষা দিয়েছেন ৭ হাজার ১৭৮ জন। অনুপস্থিত ছিলেন ৭১ জন শিক্ষার্থী।

খাগড়াছড়ি জেলার ২৩ টি কেন্দ্রের মধ্যে ৮ হাজার ১৮১ জনের মধ্যে ৮ হাজার ৭২ জন শিক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত ছিলেন ১০৯ জন। অপরদিকে বান্দরবান জেলার ১৫ টি কেন্দ্রের মধ্যে ৪ হাজার ৬৯৭ জন পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৪ হাজার ৬৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত ছিলেন ৬৭ জন।

জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে পরীখ্ষা সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে গেছেন। আশা করি কোনো প্রকার ভোগান্তি ছাড়াই বাকি পরীক্ষা শেষ করতে পারবো।

এবারের প্রকাশিত এসএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী আগামীকাল বুধবার (৩ এপ্রিল) ইংরেজি প্রখম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরকে/

এই বিভাগের আরও খবর