chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আগুনে পুড়ছে টায়ার ও বাঁশ

বন্ধ ট্রেন চলাচল

নগরের দেওয়ানহাট ব্রীজে নিচে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে টায়ার ও বাঁশ পুড়ে যাচ্ছে। বন্ধ রয়েছে ট্রেন চলাচল। 

ছবি: এম. ফয়সাল এলাহী

 

শনিবার(২৯এপ্রিল) দুপুর ১২ টা ৪৫ মিনিটে দেওয়ানহাট পোস্তারপাড়ে এ অগ্নিকাণ্ড ঘটেছে।

বিষয়টি চট্টলা খবরকে নিশ্চিত করেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস কন্ট্রোল ডিউটি অফিসার  এম এ কফিল উদ্দীন। তিনি বলেন- এই মাত্র আগুন লাগার খবর এসেছে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৯  ইউনিটের ১২ গাড়ি আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসে নি। আগুন লাগার কারণ জানা যায় নি। আগুন লাগায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা যায়- দেওয়ানহাট পোস্তারপাড়ে আগুন দাউ দাউ করে জ্বলছে। সেখানে রয়েছে পুরোনো গাড়ির টায়ার। একই সাথে রয়েছে অসংখ্য বাঁশ। যেগুলো পুড়ে যাচ্ছে। তবে বাসা বাড়িতে আগুন ছড়িয়ে পড়েনি। আগুনে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সেখানে উৎসুক জনতার ভিড় জমেছে।

আগুন লাগা দেখতে উৎসুক জনতার ভিড়

স্থানীয় রকিবুল বলেন, আগুন লাগা জায়গায় বাঁশ আর টায়ার রাখা হতো। সেখানে আগুন লেগেছে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর