chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঈদ উপলক্ষে সুদানে তিন দিনের যুদ্ধবিরতি

ঈদ উল ফিতর উপলক্ষে সুদানে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। ৭২ ঘন্টার এ যুদ্ধ বিরতি শুরু হয়েছে স্থানীয় সময় শুক্রবার সকাল ৬ থেকে।

জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে আসছিলো।

দেশটিতে সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস’র (আরএসএফ) মধ্যে সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৪০০ মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আরও ৩ হাজারের বেশি মানুষ।

আরএসএফ জানিয়েছিলো, তারা শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। কিন্তু রাজধানী খার্তুম ও আশপাশের শহরগুলোতে গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে।

যদিও সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান আরএসএফের সঙ্গে আলোচনার বিষয়টি বাতিল করে বলছেন, কেবল আরএসএফ আত্মসমর্পণ করলেই তা গৃহীত হবে।

এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও বেসামরিক নাগরিকদের সঙ্গে চলমান যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন।

ক্ষমতার দ্বন্দ্বে সেনাবাহিনী এবং আরএসএফ’র মধ্যে সপ্তাহ ধরে উত্তেজনা চলছে। যা শনিবার সংঘাতে রূপ নেয়।

এর আগে, গণবিক্ষোভের মুখে ১৯’র এপ্রিলে প্রেসিডেন্ট আল-বশিরকে উৎখাত করে দেশটির সেনাবাহিনী। এর মধ্যদিয়ে বশিরের ৩০ বছরের শাসনের অবসান হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর