chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঈদের ছুটিতে স্বর্ণালংকার স্বজনদের কাছে রেখে যান: আইজিপি

দেশের বিভিন্ন এলাকা থেকে এসে অনেকেই রাজধানীতে থাকেন কাজের প্রয়োজনে। তাদের ঈদুল ফিতরের ছুটিতে ঢাকা ছেড়ে বাড়িতে যাওয়ার আগে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বুধবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালে সংবাদ সম্মেলনে তিনি অনুরোধ করেন, ঢাকা ছেড়ে যাওয়ার আগে বাসিন্দারা যেন তাদের নগদ অর্থ, গহনা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র সঙ্গে নিয়ে যান বা তাদের আত্মীয়দের কাছে রেখে যান।

নগরবাসীদের উদ্দেশে আইজিপি বলেন, বাড়ি একেবারে ফাঁকা রেখে না যাওয়াই উচিত। যদি যান তাহলে গহনা ও টাকা-পয়সা নিকটাত্মীয়-স্বজন যারা ঢাকা থাকবেন তাদের কাছে রেখে যান অথবা পারলে নিজের সঙ্গে নিয়ে যান।

আইজিপি বলেন, ঈদে বিপুল সংখ্যক নগরবাসী গ্রামে চলে গেলে রাজধানীর অনেক এলাকা চুরির ঝুঁকিতে পড়ার সম্ভাবনা থাকে।

তিনি বলেন, বাড়ি যাওয়ার পথে অপরিচিত যাত্রী বা সহযাত্রীদের দেওয়া খাবার না খাওয়ারও পরামর্শ দেন তিনি।

এবার ঈদ জামাতকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা করছেন কি না- জানতে চাইলে আইজিপি বলেন, আমাদের গোয়েন্দা সংস্থা অ্যাক্টিভ আছে। এ পর্যন্ত এ ধরনের কোনো তথ্য আমরা পাইনি। এজন্য আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। যেখানে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার, সেখানে ব্যবস্থা নিচ্ছি।

 

সাআ /চখ

এই বিভাগের আরও খবর