chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চন্দনাইশে ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদণ্ড পেল ৫ ব্যবসায়ী

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলা পৌর সদরের গাছবাড়িয়া খাঁনহাট এবং কাঞ্চনাবাদ রৌশনহাট এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।

তিনি বলেন, মূল্যতালিকা প্রদর্শন না করা, বেশি দামে পণ্য বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও যথাযথভাবে খাদ্য সংরক্ষণ না করায় ৪ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া উপজেলার বিভিন্ন কাঁচাবাজার ও মুদির দোকানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা ও ক্রয়মূল্যের ভাউচার যাচাই এবং অনিয়মের বিষয়ে সতর্ক করা হয় বলেও জানান তিনি।

অভিযানে ভ্রাম্যমান আদালতের সাথে থেকে সহযোগিতা করেন চন্দনাইশ থানা পুলিশ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর