chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে হালিশহরসহ বিভিন্ন এলাকায় পাচার করে আসা ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে ২৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।

রোববার (২ এপ্রিল) সকালে র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  এর আগ গতকাল সকালে নগরের হালিশহর থানার বড়পুল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কুমিল্লার সদর দক্ষিণ থানার বড় ধর্মপুর ইউনিয়নের মো. ইউসুফ মিয়ার ছেলে  রানা মিয়া (৩৩) ও মৃত রুবেলের ছেলে মো. অনিক হোসেন (১৬)। এর মধ্যে রানা মিয়ার বিরুদ্ধে বন্দর থানায় একটি মাদক মামলা রয়েছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার জানায়, আটক মাদক ব্যবসায়ীরা সীমান্তবর্তী এলাকা থেকে কৌশলে মাদক সংগ্রহ করে হালিশহর বিভিন্ন এলাকায় পাচারে করে আসছে। ক্রেতা অনুযায়ী পাইকারী ও খুচরা মাদক বিক্রি করতো। গতকাল একটি চালানের তথ্য পায় র্যাব। পরে অভিযান চালিয়ে তাদের আটক করে। উদ্ধার করা মাদকের মূল্য ৩ লাখ টাকা বলে জানান তিনি।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর