chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে নিশো

নিজের ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র শুটিংয়ের ফাঁকে চট্টগ্রামের একটি ইফতার আয়োজনে অংশ নিলেন দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো

শনিবার (১ এপ্রিল) দাতব্য প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন ও একটি বহুজাতিক কোম্পানির সমন্বিত উদ্যোগে প্রায় ১২শ অসহায় ও ছিন্নমূল মানুষকে ইফতার করানোর এ আয়োজন করে।

শুটিং সেট থেকে সেখানে গিয়ে নিজ হাতে ছিন্নমূল মানুষদের মাঝে নিজ হাতে ইফতার বিতরণ করেন এই অভিনেতা।

অনেক সাধারণ মানুষের মাঝে এসে ভালো লাগছে জানিয়ে নিশো বললেন, এই উদ্যোগটা আসলেই ভালো। আর বিদ্যানন্দ এমন একটা প্রতিষ্ঠান, যেখানে আসতে কোনও আবেদন করতে হয় না। সাধারণ মানুষের টাকায় সাধারণ মানুষের সব কিছু হয়ে যাচ্ছে। এটা চমৎকার উদ্যোগ।

আর অনেক দিন পর আমি অনেকগুলো প্লেটে খাবার বেড়ে দিচ্ছি। এটাও অনেক সুন্দর অভিজ্ঞতা। দিনশেষে নিজেকে অনেক সাধারণ মনে হচ্ছে। এর মধ্যে প্রশান্তি আছে, আনন্দ আছে, বাড়তি পাওয়া আছে।

গত মাসের শেষ দিকে চট্টগ্রামে ‘সুড়ঙ্গ’ ছবির দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে। এই ছবিতে আফরান নিশোর সঙ্গে জুটি হয়েছেন তমা মির্জা। ছবিটি নির্মাণ করছেন রায়হান রাফী।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর