chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কক্সবাজারে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

কক্সবাজারে বজ্রপাতে সুনিল বড়ুয়া নামে ৪৩ বছর বয়সী এক দিনমজুর নিহত হয়েছেন। আজ শনিবার (১ এপ্রিল) বিকেল ৪টায় সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খরুলিয়া বড়ুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুনিল ওই গ্রামের চিত্ত বড়ুয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। পাশাপাশি নদী থেকে কাঁকড়া ধরে বিক্রি করতেন।

স্থানীয় ইউপি সদস্য শরীফ উদ্দিন জানান, শনিবার বিকেলে হঠাৎ কালবৈশাখী এসে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। এ সময় সুনিল বাড়ির পাশের নদীতে কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওয়ানা হন।

হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

ঝিলংজা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান টিপু সুলতান জানান, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ মিলে তার পরিবারকে সহযোগিতার দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর