chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সেতু ডেন্টাল ক্লিনিকে অভিযান: ভুয়া ডাক্তারের জেল

বিএমডিসির রেজিস্ট্রেশন ছাড়াই নিজেকে দন্ত চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চট্টগ্রামের হালিশহর জি ব্লকে সেতু ডেন্টাল ক্লিনিক নামক একটি বেসরকারি ক্লিনিকে নিয়মিত রোগী দেখতেন মো. মনিরুল ইসলাম।

প্রেসক্রিপশন প্যাডে তার নামের আগে ডাক্তার লেখা এবং পদবী হিসেবে ডেন্টাল সার্জন উল্লেখ থাকলেও সত্যিকার অর্থে তিনি চিকিৎসক নয়। দীর্ঘদিন ধরে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন।

আজ শনিবার (১ এপ্রিল) বেসরকারি ওই ক্লিনিকটিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানে এ চিকিৎসককে ভুয়া ডাক্তার হিসেবে সনাক্ত করা হয়।

অভিযানে উপস্থিত থেকে চট্টগ্রাম সিভিল সার্জন এর প্রতিনিধি মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. নুরুল হায়দার এ দন্ত চিকিৎসককে ভুয়া ডাক্তার হিসেবে সনাক্ত করেন।

অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। তিনি দন্ত চিকিৎসক মো. মনিরুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, সাজা পরোয়ানা মূলে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর