chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাঙ্গু নদীতে নৌকা ডুবে শ্রমিক নিখোঁজ

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে বালুবাহী একটি নৌকা ডুবে আবদুল হামিদ (১৮) নামে এক শ্রমিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

আজ বুধবার (২৯ মার্চ) বিকেল ৪টার দিকে কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে উপজেলার আমিলাইষ চর অঞ্চল সংলগ্ন সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনাটি ঘটে।

নিখোঁজ আবদুল হামিদ উপজেলার চরতি ৭ নম্বর ওয়ার্ডস্থ খইন্নার বাড়ি এলাকার জাগির হোসেনের ছেলে।

তথ্যটি নিশ্চিত করে সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন স্থানীয়দের বরাতে জানান, বিকেলে তিন শ্রমিক মিলে সাঙ্গু নদীতে একটি নৌকায় বালু উত্তোলন করছিলেন।

এসময় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। দুজন শ্রমিক সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও একজন নিখোঁজ থাকে। পরে স্থানীয়রা সাতকানিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত টিম নিয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নদীর বিভিন্ন স্থানে নিখোঁজের সন্ধানে কাজ করছেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর