chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন লিটন

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের রেকর্ডের ছড়াছড়ি। ১৬ বছর পর মোহাম্মদ আশরাফুলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছেন লিটন দাস

শুধু টি-টোয়েন্টি নয়, দেশের হয়ে যে কোনো ফরম্যাটে এটি দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। এদিন বাংলাদেশের ব‌্যাটসম‌্যানদের মধ‌্যে মাত্র ১৮ বল খেলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন লিটন দাস।

এতদিন যে রেকর্ডটির মালিক ছিলেন আশরাফুল। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে আশরাফুল ২০ বলে ফিফটি পেয়েছিলেন।

শুধু তাই নয়, লিটনের ঝড়ো আক্রমণে দ্রুততম দলীয় ফিফটি এবং শতরানও পায় স্বাগতিকরা। মাত্র ২১ বলে দ্রুততম দলীয় ফিফটি এবং ৪৩ বলে বাংলাদেশের রান তিন অঙ্কে পৌঁছে যায়।

একই ম্যাচে প্রথম উইকেট জুটিতেও ১২৪ রান তুলে বাংলাদেশের রেকর্ডে নিজেদের নাম লিখেন লিটন ও রনি। এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সৌম‌্য সরকার ও নাঈম শেখ ১০২ রান করেছিলেন। এছাড়া যেকোনো উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০১২ সালে তামিম ও মাহমুদউল্লাহ ১৩২ রান করেছিলেন।

অন্যদিকে ১৭ ওভারে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ ২০২ রান করেন। এর আগে বাংলাদেশ ১৭ ওভারে ১৯০ রান করেছিল।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর