chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাসপোর্ট জালিয়াতি চক্রের ৩ সদস্য আটক

জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের পাসপোর্ট, এনআইডি ও জন্মনিবন্ধন সার্টিফিকেট তৈরি চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ মার্চ) দুপুরে সিএমপির জনসংযোগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গতকাল বিকেলে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে বন্ধু টেলিকম নামক দোকান থেকে তাদের আটক করা হয়। এসময় ৩ টি এনআইডি,৫ টি জন্মনিবন্ধন সার্টিফিকেট ও জালিয়াতির কাজে ব্যবহার করা সরঞ্জাম জব্দ করা হয়।

আটকরা হলেন, মো. রাজু শেখ (৩২), মো. মাহমুদুল রিয়াদ(২৪)ও নয়ন শেখ।

সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. সোনাহর আলীর এর সত্যতা নিশ্চিত করেছন।

তিনি জানান, চক্রটি দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট, এনআইডি ও জন্মনিবন্ধন সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে প্রস্তুত দিয়ে আসছিল। এর আগে এই চক্রটির কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরকে/

এই বিভাগের আরও খবর