chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঝুম বৃষ্টিতে হাটু সমান পানি

চট্টগ্রাম নগরে হঠাৎই দুপুরে দমকা হাওয়াসহ বৃষ্টি পড়েছে। পথচারী যারা ছাতা নিয়ে বের হইনি তারা ভোগান্তিতে পড়েছেন। অল্প বৃষ্টিতে ডুবেছে আতুরা ডিপো, মুরাদপুরসহ বেশ কয়েকটি এলাকা। এ বৃষ্টি আরও তিন দিন স্থায়ী হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার(২৯ মার্চ) চট্টলার খবরকে চট্টগ্রাম আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বলেন,আগামী দুই-তিন দিন এমন দমকা হাওয়াসহ ঝুম বৃষ্টি হবে। তবে এক টানা হবে না। হঠাৎ করে শুরু হবে। কোন ঘুর্ণিঝড়- কালবৈশাখীর সম্ভাবনা নেই।

এদিকে, আধা ঘন্টাব্যাপী চলা বৃষ্টিতে ডুবে গেছে আতুরা ডিপো, মুরাদপুর, আগ্রাবাদ সিডিএ আবাসিক, বাকলিয়া, মুরাদপুর, বহদ্দারহাটের বেশ কিছু এলাকা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।

হুমাইরা তাজরিন নামে এক পথচারী চট্টলার খবরকে বলেন, একটু করে বৃষ্টি পড়েছে। আর তাতেই ডু্বেছে মুরাদপুর। আমার অফিস জামালখান যেতে পারছি না। গাড়ির ভাড়া , রিকশার ভাড়াও বাড়িয়ে বলছেন ড্রা্ইবাররা।

নচ/চখ

এই বিভাগের আরও খবর