chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুইদিনের ব্যবধানে স্বর্ণের দাম কমলো  ১১৬৭ টাকা  

দেশের বাজারে স্বর্ণের দাম এক লাফে প্রতি ভরিতে সাত হাজার ৭০০ টাকা বেড়ে যায় গত ১৯ মার্চ। দুইদিনের ব্যবধানে ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমলো। বুধবার (২২ মার্চ) থেকে স্বর্ণের নতুন এই দাম কার্যকর হবে।  

মঙ্গলবার (২১ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভালোমানের প্রতি ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ৯৭ হাজার ৬২৭ টাকা। গত দুই দিন এই স্বর্ণ বিক্রি হয়েছে ৯৮ হাজার ৭৯৪ টাকায়। বুধবার (২২ মার্চ) থেকে স্বর্ণের নতুন এই দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ৯৭ হাজার ৬২৭ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৯৩ হাজার ১৯৫ টাকা। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৯ হাজার ৮৯৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৬৬ হাজার ৫৪৩ টাকা।

এদিকে অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ৫০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

 

সাআ / চখ

 

এই বিভাগের আরও খবর