chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিএনপি থেকে সাংবাদিক শওকত মাহমুদ বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান সাংবাদিক  শওকত মাহমুদকে দলের জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী  প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করা হলো।

এর আগে গত বছরের ৬ এপ্রিল দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে একবার কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল।

বহিষ্কারের বিষয়ে শওকত মাহমুদ জানান, এখনো বহিষ্কারের বিষয়ে আমি কোনো চিঠি পাইনি। তবে শুনেছি, এটা দুঃখজনক।

বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে মনোনীত হন শওকত মাহমুদ। পরে ৬ষ্ঠ কাউন্সিলে বিএনপির ভাইস চেয়ারম্যান মনোনীত হন তিনি।

এছাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন শওকত মাহমুদ।

 

সাআ / চখ

 

এই বিভাগের আরও খবর