chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইভান হত্যা মামলায় শচীন গ্রেফতার

নগরীর চেরাগি পাহাড় এলাকায় ছাত্রলীগ নেতা আসকার বিন তারেক প্রকাশ ইভান হত্যা মামলায় জড়িত আরো এক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেফতার আসামির নাম শচীন দাশ (২০)। সে লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া গ্রামের সর্দ্দার পাড়ার রঞ্জিত দাশের ছেলে।

গতকাল রবিবার (১৯ মার্চ) রাত সোয়া ৮টার সময় নগরীর লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে টিম কোতোয়ালী। এনিয়ে এ হত্যাকাণ্ডে জড়িত এজাহার নামীয় এক নম্বর আসামীসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার (২০ মার্চ) বিকেলে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।

তিনি বলেন, সোর্সের খবরে হত্যা মামলার অবস্থান নিশ্চিত করে লালদিঘীর পাড়ে অভিযান চালিয়ে শচীন দাশকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইভান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার সঙ্গীয় আসামীদের নাম ঠিকানা প্রকাশ করে।

তার তথ্যের ভিত্তিতে পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে ওসি বলেন, গ্রেফতার শচীন সোমবার দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

উল্লেখ্য : গতবছরের ২২ এপ্রিল রাতে ছুরিকাঘাতে নিহত হন বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা আসকার ইবনে তারেক ওরফে ইভান (১৮)। এ ঘটনায় নিহত ইভানের বাবা সৈয়দ মোহাম্মদ তারেক কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর