chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে বুধবার পর্যন্ত গুড়ি বৃষ্টির সম্ভাবনা

চট্টগ্রামে মেঘলা আকাশ বিরাজ করছে। কিছুক্ষণের মধ্যে শুরু হবে গুড়ি গুড়ি বৃষ্টি। তা আগামী বুধবার পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার(২০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল।

তিনি চট্টলার খবরকে বলেন, আজকের যে অবস্থা কিছুক্ষণের পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু করবে। সাগরে নিম্নচাপের কারণে তা হচ্ছে। এটা আগামীকাল রাত ১২টা নাগাদ স্থায়ী হতে পারে। এর পর স্বাভাবিক হবে। কোনো কাল বৈশাখীর সম্ভাবনা নেই। তবে দমকা হাওয়া বয়ে যাবে।

এদিকে, আজ ২৪ ঘণ্টার পূর্বাভাসে দেখা যাচ্ছে, সারা দেশে, প্রতিটি বিভাগেই ৬০ থেকে ৭৫ শতাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এলাকায় তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। গতকালের তাপমাত্রা: গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত: আজকের সূর্যোদয় ভোর ৫টা ৫৭ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪ মিনিটে।

এই বিভাগের আরও খবর