chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে ২৪ ঘণ্টায় ছয় জনের করোনা শনাক্ত

সারাদেশে গেল ২৪ ঘন্টা সময়ে নতুন করে ছয় জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৭ হাজার ৯৬৯ জন।

২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। সরকারি হিসাবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪৪৫ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (১৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে মোট ১ হাজার ২১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এতে ৬ জনের করোনা শনাক্ত হয়, রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৪৯ শতাংশে। মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ৪ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ২০ লাখ ৬ হাজার ৭২১ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর