chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফ্রিল্যান্সিং একটা পেশা-কদর বেড়েছে বিয়ে বাজারেও: প্রধানমন্ত্রী

দেশে পাঁচ থেকে ছয় লক্ষ ফ্রিল্যান্সার রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা লার্নিং অ্যান্ড আর্নিং সিস্টেমের মাধ্যমে দেশের ফ্রিল্যান্সারদের আয়ের বৈধ পদক্ষেপ গ্রহণ করেছিলাম।

এখন দেশে বসেই তারা বিদেশি লাখ লাখ ডলার দেশে আনছে। এটা তাদের চাকরি, ফ্রিল্যান্সিং একটা পেশা।

তিনি বলেন, একটা সময়ে বিদেশ থেকে এত ডলার কেন এলো এমন প্রশ্নের সম্মুখীন হতে হতো ফ্রিল্যান্সারদের। কিন্তু আমরা সেটা যখন স্বীকৃত করে দিয়েছি তখন ফ্রিল্যান্সারদের আর এখন এই প্রশ্নের মুখোমুখি হতে হয় না।

অনেকে স্কুলে বাচ্চাকে ভর্তি করতে গিয়ে আয়ের উৎস নিয়ে বিড়ম্বনায় পড়তেন। সেটারও সমাধান হয়েছে।

সোমবার (১৩ মার্চ) স্বল্পোন্নত দেশগুলোর ৫ম জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণ-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের ফ্রিল্যান্সারদের এখন আর্থ সামাজিক স্বীকৃতি রয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিয়ের বাজারেও এখন তাদের বেশ গ্রহণযোগ্যতা রয়েছে বলেও দাবি তার।

তিনি বলেন, একটা সময়ে ছেলে ফ্রিল্যান্সার শুনলে পাত্রীপক্ষ মুখ ঘুরিয়ে নিতো। তবে এখন তারা জানে একজন ফ্রিল্যান্সার মাসে কত টাকা ইনকাম করে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর