chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মেয়েকে খুনের মামলায় বাবার ১১ বছর কারাদণ্ড

মেয়েকে খুনের মামলায় বাবাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম আদালত।

 

আজ মঙ্গলবার দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম এ রায় দেন।তাঁর নাম মোহাম্মদ রায়হান (৪৫)।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ নাঈম প্রথম আলোকে বলেন, আদালত আসামিকে ১১ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, আসামি রায়হান পেশায় রিকশাচালক। তাঁর স্ত্রী ও মেয়ে নগরের ইপিজেড এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। রায়হান প্রায় সময় রিকশা না চালিয়ে বাসায় বসে থাকতেন। তাঁকে কাজে যাওয়ার জন্য বললে মেয়ের ওপর ক্ষিপ্ত হয়ে যান। এ ঘটনার জেরে ২০১৩ সালের ৩০ জুলাই নগরের পতেঙ্গা স্টিল মিল বাজারের সোলেমান স্টোরের সামনে পাকা রাস্তার ওপর রায়হান তাঁর মেয়ে নাসরিন আক্তারকে (১৪) ছুরিকাঘাত করেন। মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে স্ত্রী নাসিমা আক্তারকেও ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন এসে ছুরিসহ রায়হানকে আটক করেন।

আহত মা–মেয়েকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মেয়ে নাসরিন আক্তারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মা নাসিমা আক্তার বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন। একই বছরের ১১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৪ সালের ১৬ এপ্রিল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

চখ/জুঈম

এই বিভাগের আরও খবর