chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে বিস্ফোরণ: ১৬ জনের নামে মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডের কারখানায় বিস্ফোরণের ঘটনায় কারখানার তিন মালিকসহ ১৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

সোমবার(৬ মার্চ) রাত সাড়ে ১১টায় মামলাটি থানায় নথিভুক্ত করা হয়।

সীতাকুণ্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান, নিহত আব্দুল কাদের মিয়ার স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে গতকাল রাতে সিতকুণ্ড থানায় মামলাটি করেন।

আসামিরা হলেন- সীমা অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দিন (৫৫), পরিচালক পারভেজ উদ্দিন (৪৮), আশরাফ উদ্দিন বাপ্পী, ব্যবস্থাপক আবদুল আলীম, প্ল্যান্ট অপারেটর ইনচার্জ শামসুজ্জামান শিকদার, প্ল্যান্ট অপারেটর- খুরশিদ আলম, সেলিম জাহান, নির্বাহী পরিচালক অ্যাডভোকেট কামাল উদ্দিন। কর্মকর্তা গোলাম কিবরিয়া এবং কর্মকর্তা সামিউল, সান্তনু রায়, ইদ্রিস আলী, সানা উল্লাহ, রকিবুল ও রাজিব।

উল্লেখ্য, শনিবার (৪ মার্চ) বিকেল ৪টা ৫৫ মিনিটে কদমরসুলপুরের কেশবপুর এলাকায় সীমা স্টিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ এ বিস্ফোরণে কেঁপে ওঠে কয়েক কিলোমিটার এলাকা। ঘটনাস্থলের আশপাশের প্রায় আধা কিলোমিটার এলাকায় ছিটকে পড়ে বিস্ফোরিত ইস্পাতের টুকরো। এতে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর