chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ক্ষতিগ্রস্তদের নিজ জায়গায় ক্ষতিপূরণ দিচ্ছেন জেলা প্রশাসন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একদম মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্তদের নিজ জায়গায় গিয়ে ক্ষতিপূরণের টাকা তুলে দিচ্ছেন জেলা প্রশাসন

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর নির্দেশনায় আজ সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) কর্তৃক চেক বিতরণ কার্যক্রম সম্পাদন করা হয়।

এদিন উপজেলার ক্ষতিগ্রস্ত ২৫ জনের মধ্যে প্রায় ৮০ লক্ষ টাকার চেক দেয়া হয়। চেক বুঝিয়ে দেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এহসান মুরাদ ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন।

নিজ ঘরের পাশে নিজ হাতে এ চেক গ্রহণ করেছেন ক্ষতিগ্রস্তরা। অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) জানান এখন হতে মাঠ পর্যায়ে চেক বিতরণ কার্যকক্রম অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফরুজ্জামান বলেন, এলএ শাখার মাধ্যমে চেক বিতরণের কার্যক্রমে পরিবর্তন আনা হয়েছে।

জালিয়াতি ও প্রতারণারোধে জেলা প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত ব্যাক্তিকে সরেজমিন তার নিজ জায়গায় ক্ষতিপূরণের চেক বিতরণ করছে। দালালদের দৌরাত্ম কমাতে কাজ করে যাচ্ছি। এর সুফল জনগণ পাবে বলে আশা করি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর