করোনাভাইরাস: দেশে ৭৮১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২ হাজার ৪২৩ জন
ডেস্ক নিউজ: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৫ জন মারা গেছেন। এদের মধ্যে চট্টগ্রামে মারা গেছে ৯ জন। একই সময়ে ১২ হাজার ৬৯৪ জনের নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৪২৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫৭ হাজার ৫৬৩ জন এবং করোনায় মোট মৃতের সংখ্যা ৭৮১ জন।
বৃহস্পতিবার (৪ জুন) দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
Posted by The Daily Chattolar Khabor on Thursday, June 4, 2020
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৫৭১ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ১৬১ জন।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।