chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কক্সবাজার থেকে চট্টগ্রামে ঢুকছিল জাল টাকার নোট, গ্রেপ্তার ২

কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচারের চেষ্টাকালে ১ হাজার টাকার ২০টি বান্ডেলের প্রায় ২০ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় উপজেলার চুনতি ইউনিয়নের চুনতি রেঞ্জ বন কার্যালয়ের সামনের থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন, ভোলার দৌলতখানার থানার চর পাড়া ইউনিয়নের মো. বেলাওয়েত হোসেনের ছেলে মো. রুবেল (৩২) ও সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে ওমর আলী (৫০)।

চট্টগ্রাম জেলা পুলিশের (ডিএসবি) মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রমজানকে সামনে রেখে জাল নোট চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। সকালে কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচারের তথ্য পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সদস্যকে অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরকে/মআ/চখ

এই বিভাগের আরও খবর