chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দিন-রাতের তাপমাত্রা বাড়তে পারে

তাপমাত্রা ক্রমেই বেড়ে গরম বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এমনকী আগামী তিনদিন ক্রমেই তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১ মার্চ) বসন্তের প্রথম মাস ফাল্গুনের ১৫ তারিখ। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শীতকালও বিদায় নিয়েছে। কিছুটা কমার পর গত কয়েকদিন দিন ও রাতের তাপমাত্রা অনেকটাই অপরিবর্তিত ছিল। আগামী কয়েকদিন তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল কুড়িগ্রামের রাজারহাটে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া আগামী তিনদিনে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।

মআ/চখ

 

এই বিভাগের আরও খবর