chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লাইসেন্স ও অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই ভারটেক্স ডিপোর, গুনলো জরিমানা

দীর্ঘ ২২ বছর ধরে ডিপো চললেও,নেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। পেট্রোল পাম্প চললেও সেখানেও লাইসেন্স নেই। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের জেরে ভারটেক্স কন্টেইনার ডিপো নামে ওই প্রতিষ্ঠানকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) নগরের পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় ওই ডিপোতে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট,  বিস্ফোরক অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস অভিযান চালায়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত অভিযানের নেতৃত্ব দেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে লাইসেন্স ছাড়াই পেট্রোল পাম্প পরিচালনা করা হচ্ছিল। সেখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই। ডিপো চালালেও সেখানেও লাইসেন্স নেই। এসব অভিযোগে ভারটেক্স কন্টেইনার ডিপোর সিনিয়র ম্যানেজার শেখ মোয়াজ্জেমকে জরিমানার করা হয়েছে। একই সঙ্গে নিয়ম অনুসরণ করে প্রতিষ্ঠানটির পরিচালনার বিষয়ে সর্তক করে দেওয়া হয়েছে।

আরকে/মআ/চখ

এই বিভাগের আরও খবর