chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভাঙারির দোকানে নতুন পাঠ্যবই, তদন্তের নির্দেশ জেলা প্রশাসকের

নগরের বহদ্দারহাটে ভাঙারির দোকানে নতুন পাঠ্যবই বিক্রির ঘটনা তদন্তে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।  

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবদুল মালেক।

 

তিনি বলেন, কিছুদিন আগে ভাঙারির দোকানে কেজি দরে বিক্রি হচ্ছে প্রাথমিকের নতুন-পুরোনো বই। এ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে চাদগাঁও সহকারী কমিশনারকে (ভূমি) তদন্তের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

চাদগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বাংলানিউজকে বলেন, ঘটনার পর চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবদুল মালেক স্যার তদন্তের নির্দেশনা দিয়েছেন।

বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর