chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এক গোলাপের দাম ৫০ টাকা

বিদায়ের দ্বারপ্রান্তে শীত। দরজায় কড়া নাড়ছে ঋতুরাজ বসন্ত। রাত পেরুলেই বসন্ত উৎসব এবং বিশ্ব ভালোবাসা দিবস। দুটো দিবসই ফুল ছাড়া যেন মলিন। এ উপলক্ষে বেড়েছে ফুলের চাহিদা ও দাম। মাঝারি থেকে বড় গোলাপ পাইকারি বিক্রি হচ্ছে ১০০টি ৬০০ টাকা । তবুও আগাম ফুল বিক্রির ধুম পড়েছে।

সরেজমিনে সোমবার (১৩ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার  দিকে  দেখা যায় – চট্টগ্রাম চেরাগী পাহাড়ে গ্লাডিওলাস, ডালিয়া, গাঁদা, জারবেরা, জিপসি, বেলি, জবা, রজনীগন্ধাসহ নানা ফুলে সেজেছে  ফুলের দোকানগুলো। ফুল বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। প্রিয় জনের জন্য আগাম ফুল কিনতে এসেছেন কেউ। নারীরা খোঁপার বাঁধার ফুল কিনতে ভীড় জমিয়েছেন।

ফুলের মধ্যে দেশি বড় লাল গোলাপ বিক্রি হচ্ছে প্রতি পিস ৫০ টাকায়। ছোট আকারের গুলো ৩৫- ৪০ টাকা। চাইনিজ গোলাপ প্রতিটি ৭০-৮০ টাকা, রজনীগন্ধা প্রতি স্টিক ৩০ টাকা, জারবেরা প্রতিটি ৪০ টাকা ও গাঁদা ফুল লহরপ্রতি ৭০ টাকা, গ্লোরিয়াস ফুল ৩০-৪০ টাকা, লিলিস ৫০০ টাকা। মেয়েদের খোঁপার গাজরা আর মাথার ক্রাউন বিক্রি হচ্ছে প্রতি পিস ১২০-১৫০ টাকা করে।

ফুল বিক্রেতা সুমন চট্টল্লার খবরকে জানান, দুই বছরের তুলনায় এবারে ফুলের চাহিদা বেশি। কিন্ত দামও চড়া করে বিক্রি করতে হচ্ছে। সার, বীজের দাম বেড়ে যাওয়ায় চাষিরাও দাম বাড়িয়েছেন।

চট্টগ্রাম ফুল ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম চট্টলার খবরকে জানান, চেরাগি-মোমিন রোডে ৬২টি ফুলের দোকান আছে। প্রতিটি দোকানে ফুল বিক্রি বেড়েছে গত দুই বছরের তুলনায়। এবারে আমাদের পুরো চট্টগ্রামে দুই দিবসকে ঘিরে ১ কোটি ফুল বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে।

এ দিকে অনেক সংগঠন আগের ঐতিহ্য মেনে বসন্তবরণকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে। এ উপলক্ষে চট্টগ্রাম নগরের ফয়স লেক, সিআরবি, ডিসি হিল পার্ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চারুকলা ইনস্টিটিউট, রেলওয়ে চত্ত্বর সেজেছে নতুন সাজে।

এর মধ্যে নগরের সিআরবি শিরীষ তলায় আবৃত্তি সংগঠন ‘প্রমা’র আয়োজনে চলবে দিনব্যাপী আবৃত্তি, গান, নৃত্য, ঢোলবাদন ও যন্ত্রসঙ্গীত। এদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে প্রমার আয়োজন। বিকাল ৪টায় এ উৎসবে যোগ দেবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

 

নচ / সাআ / চখ