ক্যান্সারের কাছে হারলেন মোসলেম উদ্দীন আহমদ
দীর্ঘ দিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন আহমদ। চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিনি।
রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার এভার কেয়ার হাসপাতলে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার রাজনীতিবিদ ও চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য ড. আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক এক পোস্টে তিনি লেখেন, ‘বর্ষিয়ান রাজনীতিবিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা জননেতা মোসলেম উদ্দিন আহমেদ এম.পি আমাদের মাঝে আর নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের নসিব
করুন (আমিন)’
।