chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পুকুর ভরাট করে ভবন নির্মাণের দায়ে মামলা খেল ৭ নারী-পুরুষ

নগরীর আগ্রাবাদ এলাকায় পুকুর ভরাট করে ভবন নির্মাণের অভিযোগে একই পরিবারের ৩ নারীসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ রবিবার (৫ ফেব্রুয়ারি) নগরীর ডবল মুরিং থানায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মনির হোসেন।

মামলায় অভিযুক্তরা হলেন, একই পরিবারের চার ভাই আমির আহাম্মদ (৬৫), আহাম্মদ হোছন (৬৩), মোহাম্মদ হোসেন (৬০), আবদুল হাকিম (৫৭), দুই বোন নুরজাহার বেগম (৫০), ছুফিয়া খাতুন (৪৮), এবং ভাবী বিবি জুলেখা (৪০)।

আজ সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর আগ্রাবাদ আবিদের পাড়া এলাকার শাহ আলম কন্টাক্টরের বাড়িতে পুকুর ভরাট করে ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে বলে অভিযোগ আসে।

সত্যতা যাচাই করতে গত ১৪ জানুয়ারি ঘটনাস্থল পরিদর্শনে যান পরিবেশ অধিদপ্তরের একটি দল। এসময় পুকুর ভরাট করে বাড়ি নির্মাণের সত্যতা পাওয়ায় ১৬ জানুয়ারি শুনানিতে হাজির থাকার নোটিশ দেওয়া হয়।

পরে এ নিয়ে ডবলমুরিং থানায় মামলা দায়ের করে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাস।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর