chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভূমি অফিস থেকে আটকের পর মুচলেখায় ছাড়া পেল ৩ দালাল

চট্টগ্রামের বাঁশখালী ভূমি অফিসে দালালি করতে আসা তিন দালালকে হাতেনাতে আটকের পর জরিমানা পূর্বক মুচলেকা নিয়ে সতর্ক করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. মাহমুদুল হাসান।

আজ রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এ তিন দালালকে আটক করা হয়।

দণ্ডিতরা হলেন- বাঁশখালী উপজেলার পূর্ব বড়ঘোনা গ্রামের হাজী আবু তাহেরের ছেলে মো. কমরুল আলম বাদশা (৫২), মনকিরচর গ্রামের আবু ছিদ্দিকের ছেলে বাহাদুর (৩৬) এবং বৈলছড়ি গ্রামের মৃত শফিউল কাদেরের ছেলে আমিনুল ইসলাম (৬৮)।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. মাহমুদুল হাসান বলেন, দুপুরে ভূমি অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে তিন দালালকে আটক করা হয়।

তাদের সামাজিক অবস্থা বিবেচনায় প্রথমবারের মতো দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় প্রত্যেককে জরিমানা করে মুচলেকা নিয়ে সর্তক করা হয়। পরবতীতে এ ধরনের ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাঁশখালী ভূমি অফিসকে দালালমুক্ত করতে ও হয়রানীমুক্ত নাগরিক সেবা দিতে জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে জানিয়ে দালাল দ্বারা প্রতারিত না হয়ে ভূমি সংক্রান্ত যে কোন সমস্যা নিয়ে এসিল্যান্ডের সাথে সরাসরি যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর