chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলী নদীতে ভেসে আসা লাশ উদ্ধার করল নৌপুলিশ

কর্ণফুলী নদীর দক্ষিণ পাড় সংলগ্ন এস আলমের ২ নম্বর জেটির পাশ থেকে ৪৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় মেলেনি।

পুলিশ বলছে, রবিবার সকালে নদীতে লাশটি দেখে স্থানীয় কয়েকজন মাঝি সদরঘাট নৌ থানায় খবর দেন। বেলা ১১ টার দিকে টিম নিয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ।

স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় মেলেনি। পুলিশ বলছে, নিহতের আনুমানিক বয়স ৪৫ বছরের মধ্যে। লম্বায় সাড়ে ফুটের বেশি,পরনে ছিলো নেভি ব্লু কালারের হাফ পেন্ট ও নীল রংয়ের ফুল হাতা গেঞ্জি।

লাশ উদ্ধারের তথ্য নিশ্চত করেছেন সদরঘাট নৌ থানার এসআই মিঠুন বালা। তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কর্ণফুলী নদীতে ভাসমান প্রায় গলিত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বললেন এ পুলিশ কর্মকর্তা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর