chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে এক মাসে ৬৪২ জনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়

সারাদেশে চলতি বছরের জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৬৪২ জনের মৃত্যু ও ৯৭৮ জন আহত হওয়ার তথ্য দিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারি মাসে সড়ক, রেল ও নৌ-পথে মোট ৬৫০টি দুর্ঘটনায় ৬৪২ প্রাণহানি ও ৯৭৮ জন আহত হয়েছেন।

এর মধ্যে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৫৮৫ জন নিহত ও ৮৯৯ জন আহত হয়েছেন। একই সময় রেলপথে ৪৪টি দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন ৭৮ জন। নৌপথে ১৩টি দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু, একজন আহত ও ৬ জন নিখোঁজ হন।

এতে আরও জানানো হয়, ২০২২ সালের জানুয়ারি মাসের তুলনায় ২০২৩ সালের জানুয়ারিতে সড়ক দুর্ঘটনা ৫ দশমিক ৩ শতাংশ ও দুর্ঘটনায় আহতের সংখ্যা ১০ দশমিক ৪ শতাংশ বেড়েছে। তবে প্রাণহানি কমেছে ৪ দশমিক ৬ শতাংশ।

প্রতিবেদনে দেখা গেছে, জানুয়ারিতে ২১৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৫ জন নিহত ও ১১৪ জন আহত হয়েছেন। এছাড়া মোট দুর্ঘটনার মধ্যে পথচারীকে গাড়িচাপা দেয়ার ঘটনাই ৫১ দশমিক ৬০ শতাংশ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর