chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে ২৪ ঘণ্টায় ১০ জনের করোনা শনাক্ত

দেশে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৭ হাজার ৫৮৮ জন।

২৪ ঘন্টায় রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। দেশে মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৬ শতাংশ।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে মোট ১ হাজার ৩৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। সরকারি হিসাবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪৪৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ২৬৬ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ ৯৩ হাজার ৭০০ জন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর