chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিরসরাইয়ে ডাকাতির চেষ্টা মামলায় ইকবাল গ্রেফতার

মিরসরাইয়ে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলার আসামি ইকবালকে ডাকাতি চেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোরে মিরসরাই থানা এলাকায় এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

মিরসরাই মিঠাছড়া বাজার এলাকার একাধিক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, ইকবাল মিঠাছড়া বাজার এলাকায় তার অনুসারীদের নিয়ে ধারাবাহিক অপরাধ কর্মকান্ডের নেতৃত্ব দিয়ে আসছে‌।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চুরি, ছিনতাই, ডাকাতি সহ মালামাল লুট, ইয়াবা, ফেনসিডিল ও গাজা ব্যাবসায় পরিচালনা করে আসছে।

এছাড়া সরকারি খাস জমি দখল, ভূমি দস্যুতা, জবর দখল, অবৈধ স্থাপনা নির্মাণসহ বেপরোয়া অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ভুক্তোভোগীরা থানায় ও আদালতে অভিযোগ করতেও ভয় পায় তার বিরুদ্ধে।

নিরুপায় হয়ে কয়েকজন ভুক্তভোগী তার বিরুদ্ধে মিরসরাই থানা ও চট্টগ্রাম আদালতে একাধিক মামলা করে। এসব মামলায় বেশ কয়েকবার গ্রেফতার হয়ে ফের জামিনে এসে মামলার বাঁদিদের মামলা তুলে নিতে হুমকি দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এসব মামলায় পুলিশের অভিযানে বেশ কয়েকবার গ্রেফতার হলেও জামিনে এসে ফের অপরাধ কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছেন বলেও এলাকার ভুক্তভোগীদের অভিযোগ।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন জানান, ইকবালের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। মঙ্গলবার ভোরে তাকে একটি ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর