chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পতেঙ্গায় ২ মাদক কারবারী আটক

পতেঙ্গায় অভিযান চালিয়ে  এক হাজার ৭৯১ ক্যান বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে  আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব -৭ )। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি স্পীডবোট ও ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।

সোমবার (৩০ জানুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে পতেঙ্গার চরপাড়া ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. রুহুল আমিন(৩১) এবং মো. নিজাম উদ্দিন(২৬)।

র‍্যাব জানায়, পতেঙ্গার চরপাড়া ঘাট এলাকায় স্পীডবোট থেকে প্রাইভেটকারে মাদক তুলছেন মাদক কারবারীরা । খবরটি পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে যায়। এসময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তাদের ধরতে আচক করতে সক্ষম হই। সেখানে তল্লাশি চালিয়ে এক হাজার ৭৯১ ক্যান বিয়ার জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমুল্য প্রায় ৯ লক্ষ টাকার সমান। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নিতে থানায় পাঠানো হয়েছে।

নচ/মআ/চখ

এই বিভাগের আরও খবর