chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফের আন্দোলনে চবির চারুকলা শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মুল ক্যা্ম্পাসে ফেরার দাবিতে ফের আন্দোলনে নেমেছেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে ইনস্টিটিউটের মূল ফটকে তালা ঝুলিয়ে অবরোধ শুরু করেন তারা।

সকাল থেকে বাদশা মিয়া সড়কে অবস্থিত ক্যা্ম্পাসের মুল ফটকে বন্ধ রয়েছে। যার কারণে কোনো শিক্ষক এখন পর্যন্ত প্রবেশ করতে পারেন নি। এতে পাঠদানও বন্ধ রয়েছে। গত ২৩ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৮২ দিন আন্দোলনের পর ক্লাস শুরু করেন। তবে শর্ত সাপেক্ষে চট্টগ্রাম নগরের ক্যাম্পাসেই ভবনের বাইরে ক্লাস করেন তারা। এর আগে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি ও জেলা প্রশাসক আবুল বাসার মুহাম্মদ ফখরুজ্জামানের সঙ্গে বৈঠক করেন চারুকলার শিক্ষার্থীরা।

বৈঠকে মূল ক্যাম্পাসে স্থানান্তর প্রক্রিয়া শুরু, ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার, আবাসিক হলের ব্যবস্থা ও ক্যান্টিনের ব্যবস্থার দাবি পূরণ করার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম জেলা প্রশাসক। এই আশ্বাসে আন্দোলন স্থগিত করে ক্লাসে ফেরার ঘোষণা দেন শিক্ষার্থীরা। গত সাতদিন অতিক্রম হয়েছে কিন্ত কোনো অগ্রগতি দেখেনি শিক্ষার্থীরা। তাই তারা আবার মাঠে নেমেছেন।

আন্দোলনে অংশগ্রহনকারী টিটো চাকমা বলেন, `আমাদের মূল ক্যাম্পাসে স্থানান্তর, আবাসিক হল, ক্যান্টিনের ব্যবস্থা ও ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারের যে চারটি মৌলিক দাবি ছিল। শিক্ষামন্ত্রী ও জেলা প্রশাসকের আশ্বাসে আমরা ক্লাসে ফিরেছিলাম। তবে আমাদের দাবি পূরণে দৃশ্যমান কোনো কার্যক্রম শুরু না হলে আবারও আন্দোলনে যাব বলে ঘোষণা দিয়েছিলাম। পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা ইনস্টিটিউট অবরুদ্ধ করেছি।’

 

নচ/চখ

 

 

এই বিভাগের আরও খবর